৯১ দিন পর খুললো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা
অবশেষে টানা ৯১ দিন বন্ধ থাকার পর আবারো খোলা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের তালা। চাবি জটিলতায় তালা খুলতে দুই দফা চেষ্টার পর অবশেষে তালা কেটেই কার্যালয়ে ঢুকেছেন দলীয় নেতাকর্মীরা। সন্ধ্যায় অনেক সিনিয়র নেতাদের কার্যালয়ে আসার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে কেউ আসতে পারেননি।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক আসাদুল কবির শাহিন চাবি জটিলতার কারণে দুই দফা চেষ্টার পর কার্যালয়ের তালা খুলতে সমর্থ হন।
এসময় আসাদুল কবির শাহিন বলেন, ‘আমরা এখন থেকে নিয়মিত এ কার্যালয়ের কার্যক্রম চালিয়ে যাবো।’
আসাদুল কবিরের সঙ্গে ছিলেন স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ মনিরুজ্জামান, আমিরুল ইসলামসহ আরো কয়েকজন নেতাকর্মী।
এদিকে গত ৩ জানুয়ারি থেকে পালা করে পাহারায় রয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্যরা। সরকারের একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরাও আশপাশে দায়িত্ব পালন করছেন। কিন্তু তালা খোলার সময় আসেপাশে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। ওইদিন মধ্যরাতে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর কার্যালয় থেকে সব কর্মচারীকে বের করে দিয়ে তালা লাগিয়ে দেয় ডিবি পুলিশ। এরপর থেকে দীর্ঘ তিনমাস তালাবদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়।
মন্তব্য চালু নেই