৯০ শতাংশ কাউন্সিলরের তালিকা প্রস্তুত
১৯ মার্চ ষষ্ঠ জাতীয় কাউন্সলকে সামনে রেখে ৯০ শতাংশ কাউন্সিলরের তালিকা প্রস্তুত করেছে বিএনপি।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, আগামী কাউন্সিলের জন্য ৯০ ভাগ কাউন্সিলরের তালিকা প্রস্তুত হয়ে গেছে। এছাড়া শোক প্রস্তাবের জন্য দলের মৃত নেতাকর্মীদের তালিকার ৬০ ভাগ সম্পন্ন হয়েছে।
তিনি আরো জানান, বিএনপির জাতীয় সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে ব্যাপক প্রস্তুতির অংশ হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক উপ-কমিটি কোন কোন দেশে আমন্ত্রণ পাঠাবেন সেটি চূড়ান্ত করেছেন। কাউন্সিলকে কেন্দ্র করে প্রচার ও ব্যবস্থাপনা উপ-কমিটির প্রস্তাব সম্পন্ন হয়েছে। শুধু স্থানের অনুমতি অপেক্ষায়।
কাউন্সিলের প্রচারের জন্য অন্যান্য মাধ্যমের সঙ্গে ইন্টারনেট, ফেসবুকসহ সোশ্যাল মিডিয়া ব্যবহার করা হবে বলেও জানান তিনি।
মন্তব্য চালু নেই