৯০ মিনিট খেলা হয়না নেইমারের!
আচ্ছা নেইমার কি প্রায়শই আনফিট থাকেন? বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কি মাঠে দলের খেলায় প্রভাব রাখতে পারেন না?
স্পেনের গণমাধ্যমে এমন তথ্য গুঞ্জরিত হচ্ছে বিস্ময়কর এক পরিসংখ্যানে। ইউরোপের শীর্ষস্থানীয় ক্রীড়া দৈনিক মার্কা এক প্রতিবেদনে দেখিয়েছেন ন্যু ক্যাম্পে দু বছরের ক্যারিয়ারে ৪৮ ম্যাচে ২৪ বারই মাঠ থেকে উঠে যেতে হয়েছে নেইমারকে। এটা অবশ্য শুধুমাত্র শুরুর একাদশের পরিসংখ্যান।
এই মৌসুমে বার্সার হয়ে এখন পর্যন্ত ২১ ম্যাচ খেলেছেন নেইমার। এর মধ্যে ১৭টি ম্যাচে শুরুর একাদশে ছিলেন কাতালনদের নাম্বার ইলাভেন। কিন্তু সাতটি ম্যাচে ঘণ্টার কাঁটায় শব্দ হতে বিকল্প খেলোয়াড়ের জন্য মাঠ ছাড়তে হয়েছে নেইমারকে। অথচ লিওনেল মেসির ক্ষেত্রে এমনটি দেখাই যায়নি।
শুধু লুইস এনরিকের জামানাতেই নন, টাটা মার্টিনোর ম্যানেজারিংয়ের সময়েও খেলোয়াড় বদলে নিজেকে বিসর্জন দিতে হত নেইমারকে। আর্জেন্টাইন কোচের অধীনে ৩১ ম্যাচে শুরুর একাদশে ছিলেন, যেখানে ১৭ বার বিকল্প খেলোয়াড়ের জন্য নিজেকে মাঠ ছাড়তে হয়েছে ২২ বছর বয়সী সেনসেশনকে।
মন্তব্য চালু নেই