৯০ বছর বয়সী কিশোরীর জন্য রদ্রিগেজের বিশেষ উপহার
কলম্বিয়ার একজন কিশোরী মাগালি গঞ্জালেস। সে অবশ্য কলম্বিয়ার আর দশজন কিশোরীর মতো নয়। বয়স তার ১৫ বছর হয়েছে। কিন্তু দেখতে সে ৯০ বছর বয়সী নারীর মতো। বিরল প্রকৃতির রোগ ‘প্রোগেরিয়া’র ভুগছে সে।
মাগালি এখন কথা বলতে পারে না। এমন কী হাঁটতেও পারে না। তার উপর রয়েছে ত্বকের সমস্যা। সব মিলিয়ে তার ভোগান্তির শেষ নেই। মাগালির বিষয়ে জানতে পারেন কলম্বিয়ান ফুটবল তারকা হামেস রদ্রিগেজ। তার জীবনের গল্প ছুঁয়ে যায় রিয়াল মাদ্রিদের স্ট্রাইকারকে। তাইতো তিনি মাগালিকে বিশেষ উপহার পাঠিয়ে চমকে দিয়েছেন।
মাগালি ও তার পরিবার অবশ্য রিয়াল মাদ্রিদের খুবই ভক্ত। মাগালির ১৫তম জন্মদিনে হামেস রদ্রিগেজ তার জন্য উপহার পাঠান। পাশাপাশি পাঠান একটি ভিডিও বার্তা। সেখানে রদ্রিগেজ মাগালিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘হাই, ম্যাগি। আমি তোমাকে এই বিশেষ ভিডিও বার্তাটি পাঠাচ্ছি। আমি জানি আজ তোমার জন্মদিন। আমি তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই- শুভ জন্মদিন। আমি চাই তুমি আরো অনেক জন্মদিন পালন কর। ¯্রস্টা তোমার মঙ্গল করুন। শিগগিরই আমি তোমার সঙ্গে দেখা করব। দীর্ঘ আলিঙ্গন।’
হামেস রদ্রিগেজ তার চিকিৎসার জন্য নিজের সাধ্যমতো সাহায্য করার কথাও জানিয়েছেন।
মন্তব্য চালু নেই