৯০ বছরের বৃদ্ধের বৌ খুঁজতে বিজ্ঞাপন!
তাঁর তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে জীবন৷ এখন শুধু প্রহর গোনা আর অপেক্ষা না ফেরার দেশে পাড়ি দেয়ার৷ কিন্তু সব গল্প এক কথা বলে না৷ শেষ প্রহরে জীবনে একটা দুষ্টু মিষ্টি প্রেমের গল্পেরও দাবি রাখেন কেউ৷
শুনে অবাক হচ্ছেন? আরও খানিকটা অবাক হবেন যখন জানতে পারবেন ঘটনাটি কোন পাশ্চাত্য দেশের নয়৷ ভারতেরই ঘটনা৷ আহমেদাবাদের ৯০ বছরের এক প্রবীণ ব্যক্তি বউ খুঁজতে পথে নেমেছেন৷ রীতিমতো পত্রিকায় বিজ্ঞাপনও দিচ্ছেন আদর্শ বউ খুঁজে পাওয়ার তাগিদে৷
কিন্তু হঠাৎ এই বয়সে বিয়ে করার সাধ জাগল কেন বৃদ্ধের? এটা জানতেই তাঁর কাছে ছুটে গেছিলেন ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিক। মনসুখভাই (ছদ্দ নাম) নামের এই বৃদ্ধা সাংবাদিকদের জানিয়েছেন, তাঁর স্ত্রীবিয়োগ হয়েছে ২৫ বছর আগে৷ বহুদিন হয়েছে তিনি চাকরি থেকেও অবসর নিয়েছেন৷ আর, তার পরেই জীবন তাঁকে নির্মম ভাবে বুঝিয়ে দিয়েছে একা থাকার যন্ত্রণা!
অভিমানী মনসুখভাই বলেন, নিজের সন্তানদের দেখভালের জন্য টাকা দিলেও তাঁর যত্ন নেয় না তারা৷ আর তাতেই বেজায় দুঃখ পেয়েছেন তিনি৷ তাই নিজের দেখভালের জন্য একজন বউ এনে ছেলে-মেয়েকে যোগ্য জবাব দেওয়ার পণ করেছেন মনসুখভাই৷ এই পণ পূরণ করতেই তিনি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এখন বৌ খুঁজছেন!
মন্তব্য চালু নেই