৮ মাস পর পাশাপাশি দেবর-ভাবী, কথা নেই কারো

দীর্ঘদিন পর পাশাপাশি বসলেন দেবর জিএম কাদের ও ভাবী রওশন এরশাদ।
বৃহস্পতিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মহাসমাবেশে তাদের একই মঞ্চে বসতে দেখা গেছে। তবে কোনো কথাবার্তা বলতে দেখা যায়নি তাদের।
৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টি দু’ভাগে বিভক্ত হয়ে পড়লে দলটির প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের ছোট ভাই এবং হাসিনা সরকারের সাবেক বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জিএম কাদের হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষ নিয়ে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকেন। অপরদিকে আরেক প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের স্ত্রী রওশন এরশাদ নির্বাচনে যাওয়ার জন্য আরেকটি গ্রুপ তৈরি করেন। তারই নেতৃত্বে জাপার একটি অংশ দশম জাতীয় সংসদ নির্বাচনে যায়।
এ নিয়ে দেবর-ভাবী দ্বন্দ্ব শুরু হয়। এরপর বিভিন্ন অনুষ্ঠানে রওশন গেলে জিএম কাদের সেখানে উপস্থিত থাকতেন না। মাঝে জাতীয় মৎস্য পার্টির এক অনুষ্ঠানে জিএম কাদের দলের বিরুদ্ধে কিছু কথা বলে রাগে মঞ্চ ত্যাগ করেন। সেই থেকে আর কোনো অনুষ্ঠানে তাদের দু’জনকে এক সঙ্গে দেখা যায়নি।
দীর্ঘ আট মাস পর আবার তাদের একই মঞ্চে দেখা গেল পাশাপাশি।



মন্তব্য চালু নেই