৮ জিবি র্যামের ফোন আনছে মাইক্রোসফট
মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত সারফেস ফোন নিয়ে গুঞ্জন কম রটেনি। এবার গুঞ্জনের পালে নতুন হাওয়া লাগলো। গুজব রটানোকারীরা ওয়েবসাইটগুলো জানিয়েছে ২০১৭ সালেই আসবে হাই-এন্ড সারফেস ফোন। এই ফোনে থাকবে ৮ জিবি র্যাম। এই পর্যন্ত বাজারে যতগুলো ফোন এসেছে তার কোনটায়ই ৮ জিবি র্যাম নেই। মাইক্রোসফটের এই ফোনটি বাজারে এলে এটিই হবে ৮ জিবি র্যামের প্রথম ফোন।
মাইক্রোসফটের এই ফ্লাগশিপ ফোনে প্রসেসর থাকবে কোয়ালকমের এমএসএম৮৯৯৮ এসওসি। ফোর্বস এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী দিনের হাই-এন্ড ফোনে এমএসএম৮৯৯৮ এসওসি প্রসেসর ব্যবহার করা হবে। সেই হিসেবে মাইক্রোসফটও এই প্রসেসর তাদের আপকার্মিং ফোনে ব্যবহার করবে।
এই ফোনটি উইন্ডোজের সর্বশেষ সংস্করণ ১০ অপারেটিং সিস্টেম চালিত হবে। ফোনটির কনফিগারেশন সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
মন্তব্য চালু নেই