৮ কোটি টাকা দামের গাড়ি কিনলেন বোল্ট

আসন্ন রিও অলিম্পিকে ফের চ্যাম্পিয়ন হয়ে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে বুট জোড়া তুলে রাখবেন উসাইন বোল্ট৷ বিশ্বের দ্রুততম মানবের এমনটাই ইচ্ছা৷ অলিম্পিকে নিজেকে তাতানোর জন্য বিশ্বের অন্যতম দ্রুত গাড়ি কিনে ফেললেন বোল্ট৷ এবার নিসান-এর ‘এমওয়াই ফিফটিন জিটিআর’ চলে এল তার সংগ্রহে৷

ছ’বারের অলিম্পিক সোনাজয়ী এই জামাইকান স্প্রিন্টার যদিও এর আগে এই মডেলেরই গোল্ড ভার্সনটিও কিনেছিলেন৷ বাংলাদেশি মুদ্রায় গাড়িটির দাম প্রায় আট কোটি টাকা৷ ২.৯ সেকেন্ডের মধ্যেই এই গাড়ি ৬০ মাইল বেগে ছুটতে পারে৷ নতুন এই লাল রঙের গাড়ির চালকের আসনে বসেই বোল্ট ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন৷ ক্যাপসন দিয়েছেন,‘ফাস্ট নোস ফাস্ট’৷

এখন দেখার বোল্ট এই গাড়ি গতিতে অনুপ্রাণিত হয়ে ১৯ সেকেন্ডের মধ্যে ২০০ মিটার শেষ করতে পারেন কি না?



মন্তব্য চালু নেই