৮০ হাজার মৌমাছির কামড় খেয়েও সুস্থ আছেন তিনি
এক ঝাঁক মৌমাছির আক্রমণের শিকার হয়েছেন ৭১ বছর বয়সী এক নারী। এ সময় তার পুরো শরীর ছেঁকে ধরে প্রায় ৮০ হাজার মৌমাছি। ওই নারীর গায়ে প্রায় ১ হাজার বার হুল ফুটিয়েছে মৌমাছিগুলো।
এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ায়। ক্যালিফোর্নিয়ার ফায়ার ব্যাটালিয়নের প্রধান মার্ক উইলিয়ামস বলেছেন, পাম ডেজার্টে মৌমাছির আক্রমণের শিকার হওয়া ওই নারী সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, সেখানে থাকা দমকল বাহিনীর ৫ কর্মীর গায়েও হুল ফুটিয়েছে মৌমাছিগুলো। তাদেরকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৌমাছি অপসারণে বিশেষজ্ঞ এক ব্যক্তি জানান, ভূগর্ভস্থ একটি বৈদ্যুতিক ভল্ট খোলেন ভেরাইজনে কর্মরত ওই নারী।
ভল্টটিতে প্রায় ৮০ হাজার মৌমাছি ছিল। তিনি গাড়িতে গিয়ে বসার পর তাকে ছেঁকে.
মন্তব্য চালু নেই