৮০ বছর পরেও প্রেম করবেন তারা…

ক্যাটরিনা কাইফ ও সিদ্ধার্থ মালহোত্রাকে প্রথমবার একসঙ্গে দেখা যাবে নিত্য মেহরার ‘বার বার দেখো’ ছবিতে। এই ছবির জুটি যেমন অন্যরকম, গল্পটাও নাকি তেমনই ভিন্ন। ছবির গল্প ‘টাইম ট্রাভেল’ কে ঘিরে এবং ‘টাইমলেস লাভ স্টোরি’। এই ছবির প্রধান চরিত্র দিয়া আর জয়কে দেখা যাবে ৮০ বছর বয়স ধরে প্রেম করতে।

অবশ্য এই আশি বছরের দম্পতির চরিত্রে দেখা যাবে না ক্যাট ও সিড কে। তার বদলে ইউকে বাসী দুজন অভিনেতাকে নেওয়া হয়েছে। এই অভিনেতাদের খুঁজতে ঘাম ঝড়েছে কাস্টিং ডিরেক্টরদের। ক্যাটরিনা আর সিদ্ধার্থর মতো দেখতে এবং হিন্দি জানা অভিনেতা পাওয়া তো চাট্টিখানি কথা নয়। বেশ কয়ক মাস অনুসন্ধান চালানোর পর নাকি পাওয়া যায় ওই বয়স্ক অভিনয়শিল্পীদের।

গ্লাসগোতে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে ছবির শ্যুটিং এবং তা চলবে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত। আগে এই ছবির নাম ঠিক হয়েছিল ‘কাল জিসনে দেখা’। পরে তা পাল্টে দেওয়া হয়। এই ছবিতে ক্যাট এবং সিদ্ধার্থকে তিনটি ভিন্ন রূপে দেখা যাবে।



মন্তব্য চালু নেই