৭ মার্চ সর্বকালের সর্ববৃহৎ জনসভা হবে

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘৭ মার্চ আমাদের ইজ্জত। এই ইজ্জত আমাদেরই ধরে রাখতে হবে। ৭ মার্চের জনসভায় রেকর্ড ভাঙতে চাই। এটা হবে সর্বকালের সর্ববৃহৎ জনসভা।’

শুক্রবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আয়োজিত ৭ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা উপলক্ষে এক বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

মায়া বলেন, ‘মার্চ মাস গৌরবের মাস। ১২ মাসের মধ্যে বাঙালি জীবনে ৭, ১৭ ও ২৬ মার্চ উল্লেখযোগ্য। এই মাস আমাদের। এই মাসের ইতিহাস আমাদেরকেই ধরে রাখতে হবে। ৭ মার্চ দিনটি আমার ও আমাদের।’

জনসভা সফল করতে নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘৭ মার্চের জনসভায় রেকর্ড ভাঙতে চাই। এটা হবে সর্বকালের সর্ববৃহৎ জনসভা। ৭ মার্চ না হলে আজকে আমরা এই জায়গায় থাকতে পারতাম না। আমি বিশ্বাস করি নগর নেতারা থানা ও ওয়ার্ডে কর্মসূচি সফল করার জন্য কাজ করছেন।’

তিনি আরো বলেন, ‘আপনার ব্যানার, ফেস্টুন নিয়ে আসবেন। কিন্তু মাঠে এসে ব্যানার ফেস্টুন গুটিয়ে ফেলবেন। যেন মাঠে মানুষের মাথা ছাড়া আর কিছু দেখা না যায়। হাতি আনবেন। ঘোড়া আনবেন। কিন্তু বাঘ আনবেন না। আপনার দেখিয়ে দেবেন মহানগর আওয়ামী লীগ পারে। মহানগর পারবে।’

ডিসিসি নির্বাচনে যারা কমিশনার প্রার্থী হবেন তাদের উদ্দেশ্য করে মহানগরের এই নেতা বলেন, ‘কমিশনার হবেন। আর মিছিল নিয়ে আসবেন না, তা হবে না। আপনার নেত্রীকে দেখিয়ে দেবেন। মহানগর ছাড়া আর কোনো নেতারা নেই।’

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, মহানগর সহ-সভাপতি মুকুল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, আওলাদ হোসেন, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম মিলন, উপ-দপ্তর সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।



মন্তব্য চালু নেই