৭১’র বীরঙ্গনাদের সাহায্যে এগিয়ে এলেন শ্রী শ্রী গীতা সংঘ
৪ আগস্ট ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা হলরুমে ৭১’র বীরঙ্গানাদের সাহাযার্থে এগিয়ে এলেন শ্রী শ্রী গীতা সংঘটি। “মন্মনা ভব মদ্ভক্তো মদ্যাজী মাং নমস্কুরু। মামেবৈষ্যসি সত্যং তে প্রতিজানে প্রিয়োহসি সে” তুমি আমাতে মন সর্ম্পণ কর, আমার ভক্ত হও, আমার উদ্দেশ্যে যজ্ঞ কর এবং আমায় নমস্কার দ্বারা আন্তরিক বন্দনা কর। তুমি আমার প্রিয়, তাই তোমাকে সত্য প্রতিজ্ঞা করে বলছি-তুমি আমাকেই পাবে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা সংরক্ষিত আসনের জাতীয় সংসদ সদস্য সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম। অন্যান্যদের উপস্থিত ছিলেন অধ্যাপক আনোয়ারুল ইসলাম। আলোচনা শেষে উপজেলার বিভিন্ন এলাকার ২১জন বীরঙ্গনাকে ত্রাণ প্রদান করা হয়।
মন্তব্য চালু নেই