৬ বছরের দীর্ঘ প্রতিক্ষার যে ফল পেলেন তামিম

বলা হয়ে থাকে বাংলাদেশের ক্রিকেট ইতহাসের সবচেয়ে সেরা ওপেনার তামিম ইকবাল। শুরুটা সেই ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে। জীবনের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে যেভাবে জহির খানদের কাঁদিয়েছিলেন ঠিক সম্প্রতি একের পর এক ভাল ক্রিকেট খেলে কাঁদাচ্ছেন পাকিস্তানকে।

আর তাইতো বাংলাদেশের এই ড্যাসিং ওপেনার সদ্যশেষ হওয়া টেস্ট ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ডাবল সেঞ্চুরী করায় ৬ বছর পর টেস্ট ক্রিকেটে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পেয়েছেন। তামিমের এই পুরস্কারটি পেতে শুধু ৬টি কছরই অপেক্ষা করতে হয়নি খেলাও লেগেছে ২৭টি টেস্ট ম্যাচ।

তামিম খুলনা টেস্টের আগে সর্বশেষ ২০০৯ সালে সেন্ট ভিনসেন্ট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচসেরা হয়েছিলেন।



মন্তব্য চালু নেই