৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে দু’অঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার হওয়ার ৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল চলাচল শুরু হয়েছে।

শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া স্টেশন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগের উপ-সহকারী প্রকৌশলী (ওয়ে) আশরাফ উদ্দিন ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, রাত সাড়ে ৩টার দিকে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি উল্লাপাড়া স্টেশনের কাছে এসে ইঞ্জনি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ভোরে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে সকাল সোয়া ৯টার দিকে লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধার করে।



মন্তব্য চালু নেই