৬৮ দিন পর গুলশান অফিসে বসছেন খালেদা

টানা ৬৮ দিন পরেআজ মঙ্গলবার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বসবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার সন্ধ্যার পর তিনি নিজ কার্যালয়ে যাবেন। এমন খবরই জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
শায়রুল জানান, লন্ডন থেকে দেশে ফেরার পর এই প্রথম ম্যাডাম অফিস করবেন।
সর্বশেষ গত ১৪ সেপ্টেম্বর গুলশান কার্যালয়ে অফিস করেন খালেদা জিয়া। এরপর ১৫ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। দেশের রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে ২২ সেপ্টেম্বর তিনি দেশে ফিরেছেন।

































মন্তব্য চালু নেই