৬১ বছর বয়সেও অসাধারণ ফিটনেস অনুপম খেরের

ফিটনেসের জন্য বয়স কোন বাধা নয়, তা ফের প্রমাণ করলেন বলিউডের অন্যতম বর্ষীয়াণ অভিনেতা অনুপম খের।

সাধারণত আমরা শাহরুখ খান, সালমান খান, আমির খান, জন আব্রাহামেদের জিম করা ফিজিকের ছবি দেখে অভ্যস্থ। কিন্তু এবার বর্ষীয়াণ অভিনেতা অনুপম খেরের জিমের ছবি দেখলে তাক লেগে যাবেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ট্যুইটারে অভিনেতা অনুপম খেরের জিম করার ছবি পোস্ট করেছেন বলিউডের অন্যতম ফিটনেস সচেতন অভিনেতা সালমান খান। ৬১ বছর বয়সেও অনুপম খের যেভাবে তার ফিটনেস ধরে রেখেছেন, তা সত্যিই প্রশংসনীয়।



মন্তব্য চালু নেই