৬০০ কোটির মালিক ধোনির চুল কাটার খরচ জানলে অবাক হবেন!

টিম ইন্ডিয়ার অধিনায়ক৷ বর্তমানে ১০০ মিলিয়ন ডলারের মালিক৷ ভারতীয় মুদ্রায় যা ৬০০ কোটির সমান৷ এদেশের প্রথম দশজন ধনী সেলিব্রিটির মধ্যে তিনি একজন৷ এহেন মহেন্দ্র সিং ধোনির চুল কাটার খরচ কত জানেন? মাত্র ২০ টাকা! অবাক হচ্ছেন? ভাবছেন এ তো এদেশের যে কোনও গলির সেলুনে আপনি চুল কাটতে গেলেও তো আপনাকে পকেট থেকে ২০ টাকাই বের করে দিতে হয়? তবে গল্প হলেও সত্যি, একথা তিনি নিজেই জানাচ্ছেন৷

মহেন্দ্র সিংহ ধোনি৷ আপাদ-মস্তক স্টাইলিস্ট৷ লম্বা চুল থেকে মোওহক, নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে পিছপা হন না ধোনি। স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায়, তাঁর জন্য বিশেষ হেয়ারড্রেসার রয়েছেন। সে কথাও কিন্তু ঠিক। তাঁর বিশেষ হেয়ারড্রেসার রয়েছে।

তবে আপাতত নিজের বাড়িতে চুটিয়ে ছুটি কাটাচ্ছেন তিনি। রাঁচির বাড়িতে তো আর হেয়ারড্রাসার যেতে পারেননি। ফলে কীভাবে চুল ছাঁটালেন? একটি ছবি প্রকাশ করেছেন ধোনি। পাড়ার নাপিতকে ডেকে একেবারে সাধারণ মানুষের মতোই নিজের বাড়িতে চুল কাটিয়েছেন তিনি৷ ওই নাপিতের কাছে আপনি চুল কাটলে দিতে হবে ২০ টাকা৷ ধোনিরও খরচ আপনার মতো৷ অবশ্য ধোনি যদি কোনও বকসিস না দিয়ে থাকেন৷



মন্তব্য চালু নেই