৬ষ্ঠ দিনেও রাজনৈতিক কার্যালয়ে খালেদা
গুলশানের রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার পঞ্চম দিনের মতো অবরুদ্ধ রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার কার্যালয়ে পুলিশের কড়াকড়ি আগের মতোই রয়েছে।
শুক্রবার সকালে কার্যালয়ের বাইরের গেটে তালা ঝুলতে দেখা গেছে। একই সঙ্গে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য রাখা হয়েছে পুলিশের জলকামান ও পিকআপ।
কার্যালয়ের সামনের সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য রাখা বালু ও ইট ভর্তি ট্রাকগুলো সরিয়ে নেয়া হলেও খালেদা জিয়ার বাইরে বের হওয়ার পথ আগের মতো রুদ্ধ করে রাখা হয়েছে।
কার্যালয় থেকে বের হয়ে ডান বা বাঁয়ে কোনো দিকেই যাওয়ার উপায় নেই। বের হয়ে বাঁ দিকে যাওয়ার রাস্তায় আড়াআড়িভাবে পুলিশের একটি জলকামান রাখা হয়েছে। আর ডান দিকে যাওয়ার পথে দুটি পুলিশ ভ্যান আড়াআড়িভাবে রাখা হয়েছে।
৫ জানুয়ারির সমাবেশে যোগদানে বাধা দিতে খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়। ৪ জানুয়ারি শনিবার থেকেই কাযালয়ের ভেতর অবরুদ্ধ হয়ে পড়েন তিনি। সেই পরিস্থিতি আজ অব্যাহত রয়েছে। যদিও সরকার বলছে. তিনি (খালেদা জিয়া) অবরুদ্ধ নন, চাইলে পুলিশের নিরাপত্তা নিয়ে বাসায় ফিরে যেতে পারেন।
বৃহস্পতিবার দুপুরের দিকে কাযালয়ের মূল গেটে তালা গুলে দেয়া হলেও পরে আবার তালা দেয়া হয়েছে।
মন্তব্য চালু নেই