৫ জুন ‘দুই পৃথিবী’
পরিবর্তন হলো এফআই মানিক পরিচালিত ‘দুই পৃথিবী’ ছবির মুক্তির তারিখ। ২৯মে’র পরিবর্তে ৫জুন মুক্তি পাবে ছবিটি।
এফ আই মানিক পরিচালিত দুই পৃথিবী ছবি মুক্তি দেওয়ার কথা ছিল ২৯মে। কিন্তু ২৯ মে’র পরিবর্তে ৫জুন মুক্তি পাবে।
এফআই মানিক বলেন, ‘আজ (২৫মে) ছবিটির সেন্সর সনদপত্র হাতে পেয়েছি। ২৯মে মুক্তি দেওয়ার কথা ভেবেছিলাম কিন্তু এত স্বল্প সময়ে ছবিটির সব কাজ শেষ করা সম্ভব নয়। তাই ৫জুন মুক্তি দিতে যাচ্ছি।’
১২০টি হলের টার্গেট নিয়ে ছবিটির প্রচারণা শুরু করবেন তিনি। ১০০’র বেশি হল পাবেন বলে পরিচালক আশা করছেন।
দুই পৃথিবী ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস ও অহনা।
মন্তব্য চালু নেই