৫ জানুয়ারির নির্বাচনে গণতন্ত্রের ভিত মজবুত হয়েছে

শত প্রতিকূলতার মধ্যে ৫ জানুয়ারির নির্বাচন হয়েছিল বলেই দেশের গণতন্ত্রের ভিত মজবুত হয়েছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ।

তিনি মনে করেন, সেদিনের সেই নির্বাচনের কারণে সারাবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। কিন্তু হরতাল-অবরোধ দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের সমাপনী দিনে বিরোধীদলীয় নেতার বক্তব্যে বেগম রওশন এরশাদ এ কথা বলেন।

স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৫টার পর এ অধিবেশন শুরু হয়। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন।

রওশন এরশাদ বলেন, ‘বন্ধু বদলানো যায় প্রতিবেশী বদলানো যায় না। তাই দুই পরাশক্তিসহ (ভারত ও চীনের) প্রতিবেশী সবার সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব দিতে হবে।’



মন্তব্য চালু নেই