৫ জানুয়ারিকে ঘিরে যত ঘটনা

আজ ৫ জানুয়ারি ‘গণতন্ত্র’ ফিরিয়ে আনার দাবিতে বিএনপিকে সমাবেশের ডাক দিলেও খালেদা জিয়াকে কার্যালয় থেকে বের হতে দেয়নি পুলিশ। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছে খালেদা দিয়েছে। এছাড়াও সারাদেশের সংঘর্ষ, আটকের ঘটনা ঘটেছে।
একনজরে ঘটনাবলির শিরোনাম:

অনির্দিষ্টকালের অবরোধের ডাক | রাজধানীতে আ’লীগের মিছিল সমাবেশ, ডিএমপির অস্বীকার | খালেদা জিয়ার গতিবিধি পুলিশ ঠিক করবে | চট্টগ্রামে পুলিশের সাথে বিএনপি-জামায়াতের সংঘর্ষ | রাজশাহীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ, নিহত ১ | রক্ত দিয়ে দেশে সুশাসন ফিরিয়ে আনব: খালেদা (লাইভ আপডেট) | তালা ভাঙার আহ্বান জানালেন মির্জা ফখরুল (ভিডিও) | আরেক নূর হোসেন! | খালেদার গুলশানের কার্যালয়ে তালা | কুড়িল বিশ্বরোডে আ’লীগ-বিএনপি সংঘর্ষ | দুপুরের পর কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন বিএনপি চেয়ারপারসন | নাটোরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ | রাজধানীতে প্রস্তুত ৬৫ হাজার জামায়াত-শিবির কর্মী | আপনাদের মাকে এভাবে আটক করা হলে, কী করতেন: তারেক | রাজধানীতে ২০ ককটেলসহ বিএনপি নেতা আটক | খালেদার কার্যালয়ে বাড়ছে পুলিশ, বাড়ছে বালু ও ইট ভর্তি ট্রাক | বিবিসি বাংলার সাথে যা যা বললেন বেগম জিয়া… | বিশ্ব গণমাধ্যমে খালেদা জিয়ার অবরুদ্ধের খবর | খালেদাকে বন্দি করা হয়নি: প্রধানমন্ত্রী | রাজধানীতে বিজিবি মোতায়েন | রাজধানীতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা: ডিএমপি | সন্ধ্যা থেকে বরিশাল হতে ঢাকাগামী লঞ্চ চলাচল বন্ধ | ঢাকামুখী যান চলাচল বন্ধ | চট্টগ্রামে পুলিশের সাথে বিএনপি-জামায়াতের সংঘর্ষ



মন্তব্য চালু নেই