৫৪ বছর পর টোকিওতে বিরল তুষারপাত
প্রায় ৫৪ বছর পর প্রথমবারের মতো জাপানের টোকিও শহরে তুষারপাত হয়েছে। এই তুষারপাতকে সবাই বিরল তুষারপাত হিসেবে আখ্যায়িত করেছেন। কারণ সাধারণত বছরের যে সময়ে তুষারপাত হয়ে থাকে তার চেয়ে ৪০ দিন আগেই বৃহস্পতিবার (২৪ নভেম্বর) টোকিওতে তুষারপাত হতে দেখা গেছে।
জাপানি সংবাদমাধ্যম জাপান টুডে’র এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ভোর সোয়া ছয়টার দিকে টোকিওর মধ্যাঞ্চলে তুষার পড়তে শুরু করে। টোকিওসহ আশেপাশের এলাকা গুলোতে সকালে তাপমাত্রা কমে শূন্যের কাছাকাছি পৌঁছায়। অথচ সাধারণত বছরের এ সময়ে টোকিওর তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে।
টোকিও ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) জানিয়েছে উষ্ণতার চাহিদা বেড়ে যাওয়ার বৃহস্পতিবার দশটা নাগাদ মোট সরবরাহ ক্ষমতার ৯৫ শতাংশই টেনে নিয়েছে।
এদিকে জাপানের আবহাওয়া অধিদফতর সর্তক করে বলেছে, তুষারপাতের কারণে রাস্তায় বৈদ্যুতিক তার এবং গাছের উপর বরফ জমতে পারে। তুষারপাতের কারণে প্লাস্টিকের তৈরি গ্রিনহাউজের ওপর বরফ জমে তা ভেঙে পড়ারও আশঙ্কা জানানো হয়েছে।
মন্তব্য চালু নেই