৫৪০ বোতল ফেন্সিডিলসহ পিকআপ আটক

ঠাকুরগাওয়ের রাণীশংকৈল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৭টায় খুনিয়াদিঘি থেকে ৫৪০ বোতলসহ একটি পিকআপ আটক করেছে। থানা সুত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে খুনিয়াদিঘি এলাকায় পৌছামাত্র পিকআপটি (ঢাকা মেট্রো-ন- ১৬-০৯৬৩) ফেলে ড্রাইভারসহ মাদক চক্রের লোকজন পালিয়ে যায়। অনেক খোজাখুজি করে পুলিশ পিকআপে মাদকের কোন আলমত না পেয়ে ফিরে আসে। সন্ধ্যায় আবারও গোপন সংবাদের ভিত্তিতে পিকআপের পাটাতন খুলে অভিনব কায়দায় ডাবল পাটাতনের মাঝে বোতলের গায়ে টেপ জড়ানো থাকা অবস্থায় ৫৪০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পুলিশ সন্ধ্যা ৭টায় ৫৪০ বোতল ফেন্সিডিলসহ পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ সুকুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।



মন্তব্য চালু নেই