৫০০ কেজি ওজন হারালেন সোহাগ গাজী!
বাংলাদেশ ক্রিকেটের জন্য তো বটেই, আজ দারুণ এক সুখবর এসেছে সোহাগ গাজীর জন্য। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষেধাজ্ঞা উঠে গেছে বাংলাদেশের এই স্পিনারের। আইসিসি তার বোলিং অ্যাকশনের বৈধতা দিয়েছে।
এমন খবরে স্বভাবতই দারুণ খুশি সোহাগ গাজী। ইএসপিএন ক্রিকইনফোকে নিজের অনুভূতির কথা জানিয়েছেন তিনি। সেখানে সোহাগ বলেন, ‘আমি খুবই খুশি। আমি এটা ব্যাখ্যা করতে পারব না। মনে হচ্ছে, আমার বুক থেকে ৫০০ কেজি ওজন নেমে গেল!’
গত বছরের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সোহাগের বোলিংয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। এরপর কার্ডিফে বোলিংয়ের পরীক্ষা দেন বাংলাদেশের এই তরুণ স্পিনার। তবে সে পরীক্ষায় পাস করতে না পারায় অক্টোবরে তাকে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ করে আইসিসি।
এরপর বোলিং অ্যাকশন শোধরানোর জন্য কঠোর পরিশ্রম করেন সোহাগ। গত ২৪ জানুয়ারি চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে পুনরায় বোলিংয়ে পরীক্ষাও দেন। সে পরীক্ষায় তার বোলিংয়ে কোনো সমস্যা ধরে পড়েনি। তাই তাকে বোলিংয়ের ছাড়পত্র দিয়েছে আইসিসি। তবে এই পরীক্ষার ফল নিয়ে বেশ ভয়ে ছিলেন সোহাগ।
তিনি বলেন, ‘আমি আমার বাবা-মাকে যতোটা পারি স্বান্ত্বনা দিয়েছি। কিন্তু আমার ভেতরেই ভয় ছিল। যদি এই পরীক্ষায় ফেল করতাম, তাহলে আরো ১ বছরের জন্য পিছিয়ে যেতাম। এটা আমি কল্পনাও করতে পারিনি। আমিই বোর্ডকে অনুরোধ করেছিলাম আমার পরীক্ষা নিতে। সুতরাং এটা সবময় আমার জন্য চ্যালেঞ্জ ছিল।’
শিগগির বাংলাদেশ দলে ফিরতে চান সোহাগ। এই স্পিনার বলেন, ‘আশা করছি শিগগির বাংলাদেশ দলে ফিরব। এটাই আমার সবচেয়ে বড় লক্ষ্য। আশা করছি ঘরোয়া প্রতিযোগিতায় ভালোভাবে বোলিং চালিয়ে যাব। এখন আমি খুশি মনে বল করতে পারব।’
তথ্যসূত্র : ক্রিকইনফো
মন্তব্য চালু নেই