৫০০ ইউরো নিন, আমায় গর্ভবতী করুন

রাশিয়ার পর এ বার রোমানিয়া। সপ্তাহ খানেক আগেই এক রুশ সুন্দরী এলেনা কোমলেভা গর্ভবতী হতে সোশ্যাল সাইটে বিজ্ঞাপন দিয়েছিলেন। এ বার রোমানিয়ার এক তরুণী মা হওয়ার জন্য একই বিজ্ঞাপন দিলেন। তবে একটু পার্থক্য আছে। ইনি আবার এক ধাপ এগিয়ে টাকাও দিতে চেয়েছেন।

বছর পঁচিশের অ্যাদেলিনা এখন প্রায় সেলিব্রিটি হয়ে গিয়েছেন। বিজ্ঞাপনে তিনি স্পষ্ট জানিয়েছেন, ‘আমি কোনও সম্পর্কে বিশ্বাস করি না। তাই ও সবের পেছনে সময় নষ্টও করতে চাই না।’ তিনি আরও জানিয়েছেন, যে পুরুষদের সঙ্গে দেখা করাটা কোনও ব্যাপার নয়, তাঁদের মধ্যে এক জনকে বেছে মা হওয়ার ইচ্ছে পূরণ করাটা একটু সমস্যার। তাই সহজ পন্থা বাছলেন অ্যাদেলিনা। যে এই ‘কাজটি’ করবেন, তাঁর জন্য বরাদ্দ থাকবে ৫০০ ইউরো।

তাঁর আরও কয়েকটি শর্ত রয়েছে। প্রথমত, সন্তানের উপর কোনও অধিকার থাকবে না সেই ব্যক্তির। দ্বিতীয়ত, কিছু মেডিক্যাল চেক-আপও করাতে হবে তাঁকে। এ সবে রাজি থাকলে তবেই মিলবে ‘সুযোগ’। অ্যাদেলিনার কথায়, ‘আমি এক জন পরিণত এবং স্বাধীন নারী। আমি মা হতে চাই। তেব যাঁর তাঁর সঙ্গে শুয়ে নয়, যিনি সত্যিকারের পুরুষ হবেন, তাঁরই সন্তান গর্ভ ধারণ করতে চাই।’



মন্তব্য চালু নেই