৫’শ টাকার রাজহাঁস খেয়ে দুই হাজার টাকা জরিমানা
দামুড়হুদার অারামডাঙ্গায় ৫’শ টাকার রাজহাঁস খেয়ে দুই হাজার টাকা গুনতে হলো একদল যুবকের।
জানা গেছে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের অারামডাঙ্গা গ্রামের জুয়েল ও সেলিম সহ ৮-১০জন একই গ্রামের অাব্দুল মমিনের বাড়ী থেকে একটি রাজহাঁস চুরি করে।
গত মঙ্গলবার রাতে চুরি করে নিয়ে অাসা রাজহাঁসটি দিয়ে অারামডাঙ্গা বটতলা নামক স্হানে বনভোজন করে।
বিষয়টি জানাজানি হয়ে গেলে বৃহস্পতি বার সকালে বসে সালিশ বৈঠক। এ বৈঠকে অভিযুক্ত যুবকদের দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মন্তব্য চালু নেই