৪ জিবি র্যামের ফোনে 2K ডিসপ্লে
চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ইউমি ফোনের বাজারে নিয়ে এলো অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ স্মার্টফোন। ফোনটির মডেল জিরো ২। এই ফোনটির বিশেষত্ব হচ্ছে এটির ডিসপ্লে 2K মানের।
ইউমি জিরো ফোনটিতে আছে ৫.২ ইঞ্চির সুপার অ্যামোলিড ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৪৪০x২৫৬০ পিক্সেল। ডিসপ্লের পিক্সেলের ঘনত্ব ৫৬৬ পিপিআই। এই ডিসপ্লে স্যামসাংয়ের কাছ থেকে তৈরি করে আনা হয়েছে।
ডেকাকোর প্রসেসরের এই ফোনটিতে আছে ৪ জিবি র্যাম। ফোনটিতে রিয়ারে ডুয়েল ক্যামেরা রয়েছে। ফোনটি ৬৪ জিবি বিল্টইন মেমোরি ভার্সনে পাওয়া যাবে।
ফোনটির মূল্য ২৯৯ ডলার।
মন্তব্য চালু নেই