৪৯ এর সালমান
২৭ ডিসেম্বর ৪৯ বছর পার করে পঞ্চাশের পথে পা বাড়ালেন বলিউড সুপার স্টার সালমান খান। নিজের ৪৯তম জন্মদিনটা পরিবারের সদস্যদের সঙ্গেই কাটালেন তিনি। তাই আগ থেকেই এ দিনটিতে কোন কাজ রাখেননি এ তারকা।
আর পরিবারের লোকজনও বেশ আনন্দ উল্লাসের মাধ্যেমেই পালন করেন সালমানের জন্মদিন। পরিবারের সদস্যরা স্ট্রবেরি পূর্ণ একটি ঝুড়িতে করে সালমানের জন্মদিনের কেক নিয়ে আসেন। সেখানে লেখা ছিল হ্যাপি বার্থ ডে ভাই। সালমানও কম না, তিনি তার জন্মদিনের কেকের ছবি এবং পরিবারের সদস্যদের আনন্দের ছবি টুইটারে প্রকাশ করে দেন। বিবি হো তো এহসি চলচ্চিত্রে একটি ছোট্ট চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে ১৯৮৮-তে চলচ্চিত্রে অভিষেক হয় তার। সালমান অভিনীত প্রথম ব্যবসা সফল চলচ্চিত্র মেনে পেয়ার কিয়া (১৯৮৯)।
মন্তব্য চালু নেই