৪৮ বছর ধরে জঙ্গলে বনবাস ৭১ বছরের সেই বৃদ্ধের, শুনলে গা শিউরে উঠবে!

ডর-ভয় বলতে তার কিছু নেই। মনের কোণে বাসা বেঁধেছিল তার সেই ইচ্ছা, যা শুনলে আপনারও গা শিউরে উঠতে পারে।

৪৮ বছর ধরে বনে বাস করে আসছেন সেই বৃদ্ধ। বয়স তার ৭১। তাও আবার একা! ভাবতে পারছেন! কোনো পৌরাণিক যুগের গল্প কিন্তু নয়। একেবারেই বাস্তব।

পরিবার ছেড়ে একাই বনে সংসার বেঁধেছেন ৭১ বছরের সেই বৃদ্ধ। নাম কেনচাপ্পা গৌড়া। ভারতের সুলিয়া এলাকায় মারগাঞ্জ গ্রামের একটি জঙ্গলে ৪৮ বছর ধরে বসবাস করছেন তিনি।

যখন তার বয়স ২৩ বছর তখন তার হঠাৎ ইচ্ছা হয় জঙ্গলে থাকার। কৃষিকাজ ছেড়ে জঙ্গলে থাকা শুরু করেন তিনি।

নারকেল পাতা দিয়ে বানানো একটি ছোট্ট আটচালাই বৃদ্ধ কেনচাপ্পা গৌড়ার কাছে অট্টালিকা। আলু দিয়ে বানানো খাবার খেয়েই জীবন কাটে তার।

শরীরের অবস্থা? স্থানীয়রা বলছেন, কবে যে তার শরীর অসুস্থ হয়েছে মনেই নেই। তবে বন্যহাতির আক্রমণে নারকেল পাতা দিয়ে বানানো ঘর বেশ কয়েকবারই ভেঙে গেছে। তারপরও টিকে আছেন তিনি।



মন্তব্য চালু নেই