৪৮-এ আবারও বিয়ে করছেন পামেলা
গত এক বছর আগেই ডিভোর্স হয় হলিউড সেনসেশন পামেলা অ্যান্ডারসনের। বেশ ঝড়-ঝাপটা যায় এই মার্কিন সুন্দরীর উপর। সেসব সামলে উঠে অবশেষে আবার নতুন সঙ্গীর সঙ্গে নতুন জীবনের পথে পামেলা।
নিজের পঞ্চমবারের মত বিয়ে করার খবরটা জানিয়েছেন পামেলা নিজেই। রীতিমতো সাংবাদিক ডেকে তিনি জানিয়েছেন, ‘আমি আবার কারোর সঙ্গে থাকতে চলেছি।’
এর আগেও অবশ্য চারবারের জন্য গাঁটছড়া বেঁধেছিলেন ৪৮ বছরের এই অভিনেত্রী। জানিয়েছেন, দুই ছেলে বড় হয়ে উঠেছে। তাদের নিজেদের জগত হয়েছে। তাই কিছুটা একাকিত্ব গ্রাস করছিল। সেই কারণেই নাকি এই বিয়ের সিদ্ধান্ত।
মন্তব্য চালু নেই