৪৭ রানে থামকে গেল তামিম
সকাল থেকে থেমে থেমে বৃষ্টির পর ভারতের ধর্মশালায় শুরু হয়েছিল বাংলাদেশ ও আয়ারল্যান্ডের খেলা।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ।
খেলতে নেমেই ব্যাটিং ঝড় তোলেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। উদ্বোধনী জুঁটিতে মাত্র ৪.৩ ওভারে ৬১ রান তোলার পর আউন হন সৌম্য। ১৩ বলে তিনটি চারের সাহায্যে সৌম্য করেন ২০ রান।
এরপর তামিমের সঙ্গে জুটি করেন সাব্বির রহমান। দলীয় ৯৪ রানে তামিম ঝড় থেমে যায়। আউট হওয়ার আগে তামিম করেন ২৬ বলে ৪৭ রান। তার ইনিংসে ছিল তিনটি চার ও চারটি বিশাল ছক্কা। তামিম আউট হওয়ার পর ফের বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে।
বৃষ্টির আগ পর্যন্ত ৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ৯৪ রান। সাব্বির রহমান ১৩ রানে অপরাজিত আছেন।
ধর্মশালায় ম্যাচটি শুরু হওয়াও কথা ছিল রাত আটটায়। কিন্তু বৃষ্টির কারণে তা হয়নি। টানা বৃষ্টির কারণে বিকেল সাড়ে তিনটায় নির্ধারিত নেদারল্যান্ডস ও ওমানের মধ্যকার ম্যাচটি পণ্ড হয়েছে।
এর আগে বিশ্বকাপে বাছাই পর্বের প্রথম ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে তামিম।
মন্তব্য চালু নেই