৪৩২ বোতল অ্যালকোহলসহ আটক ১

রাজশাহী: রাজশাহীর দুর্গাপুরে ৪৩২ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ (অ্যালকোহল) একজনকে আটকত করেছে পুলিশ। আটককৃত হলেন, উপজেলার নওপাড়া গ্রামের মৃত ফরাত উল্লাহ মিস্ত্রির ছেলে আয়নাল হক (৩৫) ।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আরীপুর বাজারে অবস্থান নেয়। এ সময় ওই দিক দিয়ে প্লাস্টিকের সাদা দুটি বস্তায় করে ৪৩২ বোতল রেক্টিফাইড স্পিরিট (অ্যালকোহল) বহন করা হচ্ছিল।

এ সময় বস্তায় তল্লাশি চালানো হলে রেক্টিফাইড স্পিরিটগুলো পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে বস্তা বহনকারী ব্যক্তি আয়নাল হককে আটক করে স্পিরিটসহ থানায় নিয়ে আসা হয়।

ওসি আরো জানান, রেক্টিফাইড স্পিরিটগুলো নাটোর থেকে বাগমারার মোহনগঞ্জ নিয়ে যাওয়া হচ্ছিল। ওই রেক্টিফাইড স্পিরিটগুলো মোহনগঞ্জের রফিক নামে এক ব্যাক্তির কাছে নিয়ে যাচ্ছিল আয়নাল।

তবে আয়নাল টাকার লোভে রেক্টিফাইড স্পিরিটগুলো বহন করছিল বলে পুলিশকে জানায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আমদানি ও চোরা চালানের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।



মন্তব্য চালু নেই