৪২০ জামাইয়ের ফুচকায় মজলেন নুসরত

প্রায় দেড় বছর পর আবার একসঙ্গে কাজ করছেন অঙ্কুশ, নুসরৎ৷ রবি কিনাগীর ছবি ‘জামাই ৪২০’ ছবিতে তাঁদের একসঙ্গে দেখা যাবে সঙ্গে আছেন মিমি চক্রবর্তী৷

জোরকদমে চলছে ছবির শুটিং৷ আর তার ফাঁকে ফাঁকেই টুকরো মজায় মাতছেন নায়ক ও দুই নায়িকা৷ কলকাতার রাস্তায় শুটিং করা মানেই খানিকটা স্বাধীনতা৷ চেনা শহরের মজা চুটিয়ে উপভোগ করা৷ সেই মজাতেই মাততে দেখা গেল অঙ্কুশ-নুসরতকে৷ শুটিংয়ের অবসরে অঙ্কুশ দিলেন ফুচকা ট্রিট৷ তারিয়ে তা উপভোগ করনেম নায়িকা নুসরত৷

ankush-2

তবে শুধু ফুচকাতেই নয়, শুটিংয়ে যে ব্যাপক মজা করছেন তা নায়ক অঙ্কুশের কথাতেই স্পষ্ট৷ কোনওদিন তাঁর সঙ্গে টিফিনের লুচি আলুভাজা শেয়ার করছেন আর এক অভিনেত্রী৷ তিনি ঐন্দ্রিলা সেন৷ কোনওদিন আবার মিমি চক্রবর্তী সঙ্গে সেলফি তুলে ফ্যানদের দেখিয়েছেন নায়ক৷ বোঝাই যাচ্ছে ছবিতে জামাই ৪২০ হলেও, শুটিংয়ে তিনি বেশ ভালো সহকর্মী৷ আর জামাই না হলেও, আদরের অভাব নেই৷



মন্তব্য চালু নেই