৪০ বছর পর পাকিস্তানে “শোলে”

৪০ বছর পর পাকিস্তানে রিলিজ হচ্ছে ‘শোলে’! ১৯৭৫ সালে গোটা ভারতের মুক্তি পেয়েছিল অমিতাভ-ধর্মেন্দ্র-আমজাদ খান-হেমা-জয়া অভিনীত সুপার-ডুপার হিট এই সিনেমা। বলতে গেলে, ভারতীয় সিনেমা জগতে শোলে একটি মাইলস্টোন। সেই ছবি এত বছর পর মুক্তি পাবে পাকিস্তানে।

মান্ডিভিওয়ালা ইন্টারটেইনমেন্টের ম্যানেজিং ডিরেক্টর নাদিম মান্ডিভিওয়ালার উদ্যোগে পাকিস্তানের সিনেমা স্ক্রিনে মুক্তি পেতে চলেছে এই ছবিটি। তাঁর কথায়, ব্যতিক্রমী সিনেমাগুলির মধ্যে ‘শোলে’ অন্যতম। এই সিনেমা সব সময়ের জন্য প্রযোজ্য। পাকিস্তানে মুক্তি পাওয়ায় প্রচুর দর্শক খুশি হবেন। তাই বড় স্ক্রিনে ‘শোলে’ দেখার অনুভূতির সুযোগ পাকিস্তানের দর্শক হাতছাড়া করবেন না বলেই আশা প্রকাশ করেছেন মান্ডিভিওয়ালা।

শোলের সঙ্গে সঙ্গে পাকিস্তানে থ্রি-ডিতে মুক্তি পাবে ‘টাইটানিক’ ও ‘দ্য লায়ন কিং’-ও। জানা গেছে, স্থানীয় ছুটির দিনই ‘শোলে’ ও অন্যান্য সিনেমা দেখানো হবে।

উল্লেখ্য, ২০১৪ সালে শেষের দিকে ভারতে নতুন রূপে তথা থ্রি-ডিতে মুক্তি পায় ‘শোলে’। পাকিস্তানে টু-ডি ও থ্রি-ডিতেও দেখা যাবে এই ছবি।



মন্তব্য চালু নেই