৪০ বছরে ৬৯ সন্তান জন্ম দেওয়া নারীর মৃত্যু!
ফিলিস্তিনের এক নারী যার বয়স মাত্র ৪০ বছর। কিন্তু এই ৪০ বছর বয়সেই ৬৯ টি সন্তানের জন্ম দিয়েছেন এই নারী। গত রবিবার ফিলিস্তিনের রাজধানী গাজা উপত্যকায় তার মৃত্যু হয়। খবর ইন্ডিয়াটুডের।
জানা যায়, ফিলিস্তিনের ওই নারী ১৬ বার একসঙ্গে দুই সন্তানের জন্ম দিয়েছেন, তিন সন্তানের জন্ম দিয়েছেন সাতবার এবং চারবার তিনি একসঙ্গে চারটি করে সন্তানের জন্ম দিয়েছেন।
তবে তথ্য মতে, এত অধিক সংখ্যক সন্তান জন্ম দেওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে রাশিয়ার ভ্যাসিলিভা নামের এক নারীও ৬৯টি সন্তানের জন্ম দিয়েছিলেন।
মন্তব্য চালু নেই