৩ সিটি নির্বাচন বর্জন বিএনপির
অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ভোটগ্রহণ শুরু হওয়ার সাড়ে ৪ ঘণ্টার মধ্যে ঢাকা সিটি (উত্তর-দক্ষিণ) করপোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
এর এক ঘণ্টা আগে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনও বর্জনের ঘোষণা দেয় বিএনপি।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
এ সময় ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, আদর্শ ঢাকা আন্দোলনের আহবায়ক ড. প্রফেসর এমাজউদ্দীন আহমেদ, সাংবাদিক শওকত মাহমুদ ও বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান উপস্থিত ছিলেন।
মওদুদ আহমেদ বলেন, ‘সরকার দলীয় সমর্থকরা প্রশাসনের সহায়তায় ভোটকেন্দ্র দখল করে নিয়েছে। আমাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হওয়া তো দূরের কথা, অর্থহীন ভোট হচ্ছে।’
মওদুদ বলেন, ‘আবারও প্রমাণিত হলো এ দেশে মানুষের ভোটের অধিকার নেই। মানুষের গণতন্ত্রে ফেরার যে আকাঙ্ক্ষা, সরকার ভণ্ডুল করল।’
তিনি বলেন, ‘আদর্শ ঢাকা আন্দোলনের উদ্যোক্ততারা এবং আমরা দলীয়ভাবে ২০ দল যে প্রার্থীদের সমর্থন দিয়েছিলাম, যে আশায় আমরা এটা করেছিলাম একটা সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু নির্বাচনকে অর্থহীন করে দিয়েছে।’
আধা ঘণ্টার মধ্যে কেন্দ্র থেকে বিএনপি সমর্থিত প্রার্থীদের এজেন্ট বের করে দেওয়া হয়েছে অভিযোগ করে মওদুদ বলেন, ‘সরকারের ইচ্ছা পূরণ করতে গিয়ে নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী সবাইকে বের করে দিয়ে সকাল ৯টার মধ্যে নির্বাচন শেষ করে দিয়েছে।’
তিনি বলেন, দিনের শেষে হয়ত আপনারা পাবেন এতো শতাংশ ভোট পড়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে ৫ শতাংশ ভোটও পড়েনি।
মন্তব্য চালু নেই