৩ ঘণ্টায় ১ হাজার রুপি পেতেন এই নায়িকা

ভারতীয় সিনেমার বেশ জনপ্রিয় নায়িকা সামান্থা রুথ প্রভু। অভিনয়ের জন্য কোটি কোটি টাকা পারিশ্রমিক পান তিনি। তবু তার কোনো আনন্দ নেই দক্ষিণী এই অভিনেত্রীর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সামান্থা জানান, মাত্র ১৪ বছর বয়স থেকে উপার্জন শুরু করেন তিনি। সে সময়ে অল্প আয় করতেন কিন্তু তাতে অনেক আনন্দ পেতেন।

তিনি বলেন, ‘আমি ধনী মানুষের বিয়ে বাড়িতে টুকটাক কাজ করতাম এজন্য তিন ঘণ্টায় ১ হাজার রুপি পারিশ্রমিক পেতাম। অনেক পরিশ্রমের পর যখন টাকাগুলো পেতাম তখন মানসিকভাবে খুব প্রশান্তি পেতাম।’

বর্তমানে জুনিয়র এনটিআর অভিনীত ‘জনতা গ্যারেজ’ সিনেমার তার অংশের শুটিং শেষ করেছেন সামান্থা। এর বাদে বলতে গেলে অলস সময় পার করছেন তিনি। খুব শিগগিরই অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করছেন সামান্থা। নাগা চৈতন্য দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগার্জুনার ছেলে।



মন্তব্য চালু নেই