৩৫ ডলারে মিলবে রাস্পবেরি পাই ৩

এই প্রথম ৬৪ বিটের সিঙ্গেল বোর্ড কম্পিউটার বাজারে ছাড়লো রাস্পবেরি পাই ফাউন্ডেশন। এটির মডেল রাস্পবেরি পাই ৩। এই মডেলটি রাস্পবেরি পাই ২ এর উন্নত সংস্করণ। এই কম্পিউটারটি বিল্টইন ব্লুটুথ এবং ওয়াইফাই কানেকটিভিটি রয়েছে।

রাস্পবেরি পাই ফাউন্ডেশনের সিইও ইবেন আপটন জানান, বছর খানেক আগে এই মডেলের কম্পিউটার বানানোর প্রক্রিয়া শুরু হয়। রাস্পবেরি পাই ২ তে ছিল ৯০০০ মেগাহার্জের কোয়াড কোর এআরএম কর্টেক্স-এ৭ সিপিইউ। নতুন মডেলে ব্যবহার করা হয়েছে, ৬৪ বিটের কোয়াডকোর ১.২ গিগাহার্জের এআরএম কর্টেক্স এ৫৩ চিপস। ফলে রাস্পবেরি
পাই ২ এর চেয়ে ৩ কমপক্ষে ৫০ গুণ বেশি গতিশীল হবে।

কম্পিউটারটিতে আছে ১ জিবি র‌্যাম এবং ৪০০ মেগাহার্জের ভিডিও কোর IV গ্রাফিক্স। এতে বিল্টইন ব্লুটুথ ৪.০ এবং ৮০২.১১এন ওয়াইফাই নেটওয়ার্ক কানেকটিভিটি রয়েছে। মাদারবোর্ডটিতে ২.৫এ পাওয়ার সাপ্লাই রয়েছে।

রাস্পবেরি পাই ৩ এর মূল্য ৩৫ ডলার। ভ্যাট ও ট্যাক্সবাদে বাংলাদেশী টাকায় এটির মূল্য দাঁড়ায় ২ হাজার ৭৭১ টাকা।



মন্তব্য চালু নেই