৩২ কেজি ওজনের লেহেঙ্গা পরে কারিনার নাচ!
‘জিরো ফিগার’ খ্যাত অভিনেত্রী কারিনা কাপুর নাকি ৩২ কেজি ওজনের লেহেঙ্গা পড়েছেন। শুধু পড়েননি বরং ওই পোশাকে তাকে নাচতেও হয়েছে। পরিচালক আর বাল্কির ‘কি অ্যান্ড কা’তে একটি গানে করিনা কাপুর খানের পরনে দেখা যাবে এই ওজনজার লেহেঙ্গা।
ডিজাইন করেছেন করিনার ঘনিষ্ঠ বন্ধু ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্র। লেহেঙ্গাটিতে ভারী জারদৌসির কাজ রয়েছে। নেটের বুনটে রয়েছে জমকালো ডিজাইন।
ছবিতে একজন বিজনেস ওম্যান হিসেবে দেখা যাবে বেগম সাহেবাকে। গোটা ছবিতে স্মার্ট ক্যাজুয়ালস, স্যুট এবং পশ্চিমী পোশাকেই সুটিং করেছেন বেবো। নায়িকার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, করিনা তাঁর ভক্তদের হতাশ করতে চান না। তাই ওয়েস্টার্ন পোশাকের পাশাপাশি লেহেঙ্গাও পরেছেন।
এই লেহেঙ্গাটি পরে গত দুদিন মুম্বাইয়ের শহরতলির একটি স্টুডিওতে সুটিংও করেছেন বেবো। এই ছবিতে প্রথমবার অর্জুন কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।
মন্তব্য চালু নেই