৩১ দেশের ২ হাজার হলে সানি লিওন (ভিডিও)

বেশ ভালোই কাটছে সানি লিওনের দিনকাল। তার ভাগ্যের পালে লেগেpromita-7_31224_2ছে সুবাতাস। সেই বাতাসে ভেসে বেড়াচ্ছেন সানি লিওন। এবারে তিনি সফলাতার সাগরে ভাসতে ভাসতে এগিয়ে যাবেন আরো, এ যেনো তারই ইঙ্গিত।

সম্প্রতি প্রকাশিত তামিল সিনেমা কারেন্ট থিগাতে আইটেম গান দিয়ে ব্যপক সাড়া 1392871481_sunny2ফেলেছেন সানি লিওন। এমনকি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, আবু ধাবি, জার্মানি, নাইজেরিয়া সহ ৩১ টি দেশে ২০০০ থিয়েটারে মুক্তি পাচ্ছে কারেন্ট থিগা সিনেমাটি।

এ সিনেমার মূল চরিত্444রে থাকবেন মনোজ মাঞ্চু এবং রাকুল প্রীত সিং। আইটেম গানের পাশাপাশি এ সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন সানি লিওন। বিশ্বাস করুন আর না করুন সেই বিশেষ চরিত্রে সানি লিওনকে দেখা যাবে একজন স্কুল শিক্ষকের চরিত্রে।

সানি লিওনের আইটেম গানের কারণে অপ্রাপ্ত বয়স্কদের জন্য তকমা লাগানো কারেন্ট থিগায় সানি তার ছাত্রদের সামনে কেমনভাবে আসবেন সেটা এখন দেখার বিষয়।

কারেন্ট থিগা সিনেমায় সানি লিওনের আইচেম সং :

http://www.youtube.com/watch?v=dJDDpvBrqvk#t=39



মন্তব্য চালু নেই