৩০ বছর বয়সে পা দেওয়ার আগেই যে ১০টি সত্য আপনার জানা উচিৎ
জীবনে একাধিকবার আপনাকে প্রেমে ঠকতে হতে পারে। কিন্তু তার অর্থ এই নয় যে, আপনি ভালবাসার অযোগ্য। ৩০ বছর বয়সটা যে কোনও মানুষের জীবনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যৌবন ও পরিণত জীবনের সন্ধিক্ষণ এই বয়স। এই বয়সে গৃহীত আপনার সিদ্ধান্ত ও উপলব্ধির উপর আপনার ভবিষ্যৎ অনেকখানি নির্ভর করে। কাজেই এই বয়সে এমন কয়েকটি জীবনসত্যের মুখোমুখি আপনার দাঁড়ানো উচিৎ যা জীবন ও জগৎকে আরও ভালভাবে চিনতে সাহায্য করবে। এখানে রইল তেমনই ১০টি সত্যের কথা—
১. আপনার চাকরি বা পেশার উপর মানুষ হিসেবে আপনার মূল্য নির্ভর করছে না।
২. সকলের জীবনেই হাজার রকমের প্রতিবন্ধকতা রয়েছে। ‘‘আমার পথেই শুধু বাধা’’ এমন অমূলক ভাবনা ভেবে অযথা মন খারাপ করবেন না।
৩. কেউ আপনার ভুলের হিসাব রাখছে না। কাজেই কখনও কোনও ভুল করলে তার জন্য মাথা খোঁড়াখুঁড়ি না করে নিজেকে ত্রুটিমুক্ত করার চেষ্টা করুন।
৪. জীবনে সর্বদা নিজের মনের মতো সঙ্গী পাবেন না। অন্য মানসিকতার মানুষের সঙ্গে কাজ করার উপযোগী মুক্ত মন গড়ে তুলুন।
৫. নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য জান-প্রাণ লড়িয়ে দেওয়ার অর্থ স্বার্থপর হওয়া নয়।
৬. কারুর প্রতি দয়াপরবশ হওয়ার অর্থ নিজের দুর্বলতা প্রকাশ করা নয়।
৭. জীবনে একাধিকবার আপনাকে প্রেমে ঠকতে হতে পারে। কিন্তু তার অর্থ এই নয় যে, আপনি ভালবাসার অযোগ্য।
৮. সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত ক্ষতের উপরেই প্রলেপ পড়ে। হ্যাঁ, সত্যিই পড়ে। কাজেই যা আপনার প্রয়োজন, তা হল ধৈর্য।
৯. প্রতিটা মানুষেরই অন্য মানুষের সাহায্যের প্রয়োজন হয়। কাজেই সাহায্য দরকার হলে নির্দ্বিধায় সাহায্য প্রার্থনা করুন।
১০. ছোট ছোট সঞ্চয়ই একসময় বিপুল আকার ধারণ করে। জীবনের সর্বক্ষেত্রেই এটা সত্যি।-এবেলা
মন্তব্য চালু নেই