৩০ দিনের জন্য জেলের বাইরে সঞ্জয়
১৯৯৩ সালে মুম্বাই সন্ত্রাসী হামলা মামলায় জড়িত থাকার অপরাধে দীর্ঘদিন ধরেই পুনের ইয়েরওয়াড়া জেলে রয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। সেখান থেকে ৩০ দিনের প্যারোলে মুক্তি নিয়েছেন এ অভিনেতা।
মেয়ে ইকরার নাকে অপারেশনের জন্য জুন মাসে প্যারোলের আবেদন করেছিলেন সঞ্জয় দত্ত। তার সেই আবেদন মঞ্জুর করেছেন কর্তৃপক্ষ। ৩০ দিনের জন্য জেল থেকে মুক্তি পেয়েছেন সঞ্জয় দত্ত।
এর আগে ২০১৩ সালের মে মাস থেকে সাজা শুরু হয় অস্ত্র আইনে দোষী সাব্যস্ত ৫৬ বছর বয়সি সঞ্জয় দত্তের। তারপর থেকে তিনি ১৪৬ দিন জেলের বাইরেই কাটিয়েছেন। সেই বছরের অক্টোবরে ১৪ দিনের জন্য ছাড়া পেয়েছিলেন সঞ্জয় দত্ত। তারপর ২০১৪-র জানুয়ারিতে ৩০ দিনের জন্য প্যারোলে মুক্ত হয়। পরে ৩০ দিনটি বেড়ে হয় ৬০ দিন। ২০১৪-র ডিসেম্বরে ফের ১৪ দিন জেলের বাইরে কাটান তিনি। কিন্তু, সংবাদমাধ্যমের সমালোচনায় সেই মেয়াদ আর বাড়ানো হয়নি। এবার আবার ৩০ জনের জন্য প্যারোলে ছাড়া পেলেন তিনি।
কিছুদিন আগে নিজের পিসির মৃত্যুর জন্য প্যারোল চেয়েছিলেন সঞ্জয়। কিন্তু জেল কর্তৃপক্ষ তার আবেদন নামঞ্জুর করেছিলেন বলে জানা যায়।
মন্তব্য চালু নেই