‘৩০০ মিলিয়নে রোনালদো’

আচ্ছা, ক্রিশ্চিয়ানো রোনালদোর দাম কতো?
ঠিক কী পরিমাণ অর্থ হলে স্পেনের রিয়াল মাদ্রিদ ছাড়বেন সিআরসেভেন? আর ঠিকানা লেখবেন নতুন কোনো গন্তব্যে? উত্তরটা অজানা, বলা চলে ধোঁয়াশায় আছন্ন। কিন্তু এই প্রশ্নটা রাখা হয়েছিল রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডেসের কাছে। পর্তুগিজ ব্রোকারের ভাষ্য, ফিফা বর্ষসেরা ফুটবলারের দাম কমপক্ষে ৩০০ মিলিয়ন হওয়া উচিত।
মঙ্গলবার জানুয়ারির দল বদল শেষ হওয়ার একদিন আগে মেন্ডেস বলেন, ‘রোনালদো সর্বকালের সেরা একজন খেলোয়াড়। তাকে অন্য কারো সাথে তুলনা করা চলে না। সে দল বদল করবে না। কিন্তু কোনো কারণে ক্লাব যদি রোনালদোকে বিক্রি করতে চায় তাহলে কমপক্ষে ৩০০ মিলিয়ন দাম হওয়া উচিত তার।’ প্রসঙ্গত, ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ৮০ মিলিয়ন পাউন্ডে সান্টিয়াগো বার্নাব্যুতে পাড়ি জমান পর্তুগিজ ইন্টারন্যাশনাল।
হোসে মরিনহো, লুইস ফিলিপ স্কলারি, রাদামেল ফ্যালকাও, অ্যাঞ্জেল ডি মারিয়া, হামেস রদ্রিগেজ, ডেভিড ডি গিয়া, ভিক্টর ভালদেস ও ডিয়াগো কস্তার এজেন্ট পরে অবশ্য এটাও নিশ্চিত করেন যে রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ছেন না।



মন্তব্য চালু নেই