৩জনকে অপহরণ ॥ ৯ লাখ টাকা ছিনতাই

বিরামপুরে আইন শৃংখলা বাহিনীর ছদ্মবেশে ৩জনকে অপহরণ করে ৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
জানা গেছে, পার্শ্ববর্তী ফুলবাড়ি উপজেলার আমিন ব্রিক্স ও আমিন অটো রাইস মিলের স্বত্বাধিকারী রুহুল আমিন (৪২) ও তার বন্ধু ফুলবাড়ি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান মিল্টন (৪২) বুধবার (২০ আগস্ট) বিরামপুর ইসলামী ব্যাংক থেকে ৯ লাখ টাকা তুলে প্রাইভেটকার যোগে দিনাজপুরের পথে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে বিরামপুরের দূর্গাপুর ঢিবিতে একটি সাদা রংয়ের মাইক্রোবাসে ছিনতাইকারীরা কারকে ব্যারিকেট দিয়ে কারের ড্রাইভার মিঠু সহ যাত্রী দু’জনকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
খবর পেয়ে সার্কেল এএসপি শুসান্ত সরকার, থানার সেকেণ্ড অফিসার মফিজুল হক ও এসআই গোলাম রব্বানী প্রত্যক্ষদর্শীদের বিবরণ মতে সড়ক-মহাসড়কে পুলিশী তৎপরতা শুরু করেন। অবস্থা বেগতিক দেখে ছিনতাইকারীরা ৯ লাখ টাকা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থলের ১৫ কিলোমিটার দূরে দিওড় এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে দৌড়ে পালানোর শর্তে অপহৃতদের মুক্তিদেয় ব্যবসায়ী রহুল আমিন এই সংবাদদাতাকে জানিয়েছেন। সার্কেল এএসপি শুসান্ত সরকার ও এসআই মফিজুল হক অপহৃতদের উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছেন। এব্যপারে বিরামপুর থানায় মামলা হয়েছে। তবে কাওকে গ্রেফতার করা সম্ভব হয়নি।



মন্তব্য চালু নেই