২-৪ জুলাই বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলা
আগামী ২, ৩ ও ৪ জুলাই বিশেষ ব্যবস্থায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।
সোমবার ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।
সোমবার দুপুরে এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদের নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে গভর্নরের বৈঠক হয়। বৈঠকে এ দাবি জানালে গভর্নর তাতে সম্মতি প্রকাশ করেন।
বৈঠক থেকে বের হয়ে এ তথ্য জানান আবদুল মাতলুব আহমাদ।
মন্তব্য চালু নেই