২ লাখ ৫০ হাজার স্মার্টফোন বিক্রি হল মাত্র ১০ মিনিটে
জিওয়ামি নোট থ্রি ভারতের বাজার দাপিয়েছিল। এবার এলো জিওয়ামি নোট ফোর। উন্মোচন হওয়ার সঙ্গে সঙ্গেই জিওয়ামির আড়াই লাখ স্মার্টফোন বিক্রি হতে সময় লেগেছে মাত্র ১০ মিনিট। জিওয়ামি নোট ফোরের বিক্রির পরিসংখ্যান বলছে, ভারতে নয় হাজার ৯৯৯ টাকার স্মার্টফোনটির চাহিদা এখন সবথেকে বেশি।
ভারতে এই প্রথম কোনও স্মার্ট ফোন বাজারে আত্মপ্রকাশ করার ১০ মিনিটের মধ্যেই দুই লাখের বেশি বিক্রি হল। এর আগে জিওয়ামি ছাড়া আর কোনও মোবাইল প্রস্তুতকারক সংস্থা এই বিরল নজির স্থাপন করতে পারেনি।
প্রতিযোগিতায় জিওয়ামির কাছে হিমশিম খেয়েছে স্যামসাং, মাইক্রোম্যাক্স, লেনেভোর মতো জনপ্রিয় মোবাইল প্রস্তুতকারক সংস্থা। এবারও প্রতিযোগিতায় নিজেদের স্থান মজবুত করে নিল জিওয়ামি।
মন্তব্য চালু নেই