২ জুন মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান

২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বে সরাসরি খেলবে বাংলাদেশ। হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে অনুষ্ঠিত এই বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ কিরগিস্তান, তাজিকিস্তান, জর্ডান ও অস্ট্রেলিয়া। জুনের দ্বিতীয় সপ্তাহে বাছাই পর্বের প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে। এই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ বর্তমান সাফ চ্যাম্পিয়ন আফগানিস্তানের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে। প্রীতি ম্যাচটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৪ জুন। কিন্তু আফগানিস্তানের অনুরোধের কারণে সেটা এগিয়ে এসে ২ জুন হচ্ছে।

জুনের শুরুতে মালদ্বীপের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আফগানিস্তানের। সেই ম্যাচটি অবশেষে বাতিল হয়েছে। আর সে কারণেই বাংলাদেশের বিপক্ষের ম্যাচটি তারা দুইদিন এগিয়ে এনেছে। বিশ্বকাপের বাছাইপর্ব শুরুর আগে সাফ চ্যাম্পিয়নদের বিপক্ষে এই ম্যাচটি নিঃসন্দেহে কাজে লাগবে মামুনুল-এমিলিদের।



মন্তব্য চালু নেই