২৯ ও ৩০ মে বরগুনা জেলাখানায় গনহত্যা দিবস

বরগুনা প্রতিনিধি: বরগুনা বাসীর জন্য ১৯৭১ সালের ২৯ ও ৩০ মে রক্তাক্ত শোকাবহ দিন। স্থানীয় শান্তি বাহিনী প্রধান এমএলএ আঃ আজিজ মাষ্টারের নেতৃত্বে এপ্রিল মাসের ১৪ তারিখ পটুয়াখালী থেকে পশ্চিমা হানাদার বাহিনী ততকালীন মাহকুমা বরগুনায় আসে। ১৪ এপ্রিল পাথরঘাটা বিষখালী নদীর চরে প্রথম গন হত্যা চালায় হানাদার বাহিনী।

২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বরগুনা শহর থেকে শত শত মানুষকে ধরে নিয়ে জেলখানায় আটক করে রাখে। মহিলাদের নিয়ে সিএমবি ডাকবাংলোয় পাশ্ববিক নির্যাতন করে হানাদাররা। ২৯ ও ৩০ মে হানাদার মেজর নাদের পারভেজের নেতৃত্বে জেলখানায় আদালত বসিয়ে শত শত বাঙ্গালীদেরকে গনহারে হত্যা করা হয়। মৃত অর্ধ মৃত অবস্থায় জেলখানার বাইরে উত্তর পাশে তাদেরকে মাটি চাপা দেয়া হয়। জেলখানায় এই দুই দিনের শত শত শহীদদের মধ্যে মাত্র ৭০ জনের নাম পরিচয় পাওয়া গেলেও অন্যরা এখনো অজ্ঞাত। বরগুনা প্রেসক্লাব ও খেলাঘর এর পক্ষ থেকে জেলখানার গনহত্যা দিবসে বিভিন্ন কর্মসূচী পালন করা হলেও এবছর কোন কর্মসূচী নেই। নীবর ঐ সকল শহীদ পরিবারের প্রজন্মরাও।



মন্তব্য চালু নেই