২৮ মে মুন্সীগঞ্জে খালেদা জিয়ার জনসভা
আগামী ২৮ মে মুন্সীগঞ্জের লঞ্চ ঘাটে জনসভা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী এ কথা জানান।
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি আব্দুল হাইকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘এ বিষয়ে সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।’
এ সময় সরকারের কঠোর সমালোচনা করে রিজভী আহমেদ বলেন, ‘সরকার মনস্তাত্ত্বিক নিরাপত্তাহীনতায় ভুগছে। পাগলা ঘোড়ার মতো বেসামাল হয়ে পড়েছে। সরকারের কুকর্ম উন্মোচিত হওয়ায় বিএনপিকে কোনো সভা সমাবেশ করতে দিচ্ছে না।’
আইন প্রয়োগকারী বাহিনীগুলোর কথা উল্লেখ করে রিজভী বলেন, ‘আইন প্রয়োগকারী বাহিনীগুলো ছাত্রলীগ নেতাদের মতো আচরণ করছে। এসব করে আমাদের দমানো যাবে না। স্তব্ধ করা যাবে না। মাটির সাথে মেশানো যাবে না।’
বিএনপির প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩ তম শাহদাত বার্ষিকী উপলক্ষে আগামী ২৯ মে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপির আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এখানে খালেদা জিয়া উপস্থিত থাকবেন। ৩০ মে সকালে জিয়াউর রহমানের সমাধিতে সূরা ফাতিহা পাঠ করা হবে বলে জানান রিজভী।
মন্তব্য চালু নেই