২৬ মার্চের মধ্যে নাশকতা বন্ধে জেলা জাতীয় পার্টির আল্টিমেটাম

রাজশাহী: ‘বিএনপি-জামায়াত জোটে সাধারণ মানুষকে জিম্মি করে নাশকতা চালিয়ে যাচ্ছে, অপর দিকে দীর্ঘ দুই মাস পার হয়ে গেলেও সরকার নাশকতা বন্ধে যথাপোযুক্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে।’

রাজশাহী জেলা জাতীয় পার্টি আয়োজিত তৃণমুল কর্মী সভায় প্রধান অতিথি বক্তব্যে রাজশাহী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু এসব কথা বলেন। তিনি সরকারি দল ও বিএনপি-জামায়াত জোটকে উদ্দেশ্যে করে বলেন, ‘সরকার নাশকতা বন্ধ করতে না পরে আর বিএনপি-জামায়াত জোট নাশকতা না থামায় তাহলে ২৬ মার্চের পর সাধারণ মানুষকে নিয়ে রাজপথে নেমে আসা হবে। তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে নাশকতার বিরুদ্ধে।’

জাতীয় পার্টির নেতা শাহাবুদ্দিন বাচ্চু আরও বলেন, ‘আজ সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নেই। প্রাণের ভয় নিয়ে সাধারণ মানুষ বাড়ির বাইরে বের হচ্ছে। ১৯৭১ সালে অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে এ দেশ স্বাধীন করা হয়েছিলো একটি সোনার বাংলা দেখবে বলে। এমন নাশকতা দেখার জন্য দেশ স্বাধীন করা হয় নি। দেশের মানুষ আজ শান্তি চায়।’

তৃণমুল কর্মী সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা জাতীয় পার্টির সভাপতি খন্দকার হাফিজুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন, রাজশাহী জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাইনুল ইসলাম, রাজশাহীর তানোর উপজেলার সভাপতি শামসুদ্দিন ম-ল, পবার ফরমান আলী, বাঘমারার আবু তালেব, গোদাগাড়ীর বরজাহান আলী পিন্টু, মোহনপুর সভাপতি অধ্যাপক আমিনুল হক, সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, চারঘাটের সভাপতি আজিবার রহমান, সাধারণ সম্পাদক মশিউর রহমান, পুঠিয়ার সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান, বাঘার সাধারণ সম্পাদক আতাহার আলী, মহিলা পার্টির সাধারণ সম্পাদক নাসিমা বেগম, সাংগঠনিক সম্পাদক ও মোহনপুর উপজেলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, রাজশাহী জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক সরদার জুয়েল, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক আনোয়ার করিম শাহিন, যুব সংহতির ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মিঠু, মৎস্যজীবী পার্টির আহ্বায়ক মেরাজ উদ্দিন, ছাত্র সমাজের সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, মোটন শ্রমিক পার্টির আহ্বায়ক আব্দুস সাত্তার, জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক রাশেদুজ্জামান রাশেদ।

সভায় তানোর উপজেলার ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্ক কমিটি ঘোষণা ও রাজশাহী জেলার সাংগঠনিক সম্পাদক হিসেবে জেলা (পুর্ব) মাসুদুজ্জামান মাসুদ ও জেলা (পশ্চিম) নাসির হায়দারকে নির্বাচিত করা হয়েছে।

তৃণমুল কর্মী সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাসায় বোমা হামলার নিন্দা জ্ঞাপন করেছেন শাহাবুদ্দিন বাচ্চুসহ জেলার নেতৃবৃন্দ।



মন্তব্য চালু নেই